২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ব্যানার-পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রঙ ও সাজ-সজ্জার কাজ শুরু হবে। এছাড়া ২১ ফেব্রুয়ারির আগে শহীদ মিনারে কোনও সংগঠন কোনও অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না।