উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। তবে উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে।

প্রথম ধাপে আওয়ামী লীগ থেকে মনোনীত এই ৮৭ জনের মধ্যে রয়েছেন:

রংপুর বিভাগ

জেলা: পঞ্চগড়
পঞ্চগড় সদর – চেয়ারম্যান – মো. আমিরুল ইসলাম
তেঁতুলিয়া – চেয়ারম্যান – কাজী মাহামুদুর রহমান
দেবীগঞ্জ – চেয়ারম্যান – মো. হাসনাৎ জামান চৌধুরী (জর্জ)
বোদা – চেয়ারম্যান – মো. ফারুক আলম
আটোয়ারি – চেয়ারম্যান – মো. তৌহিদুল ইসলাম

জেলা: নীলফামারী
নীলফামারী সদর – চেয়ারম্যান – শাহিদ মাহমুদ
ডোমার – চেয়ারম্যান – তোফায়েল আহমেদ
ডিমলা – চেয়ারম্যান – মো. তবিবুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা)
সৈয়দপুর – চেয়ারম্যান – মো. মোখছেদুল মোমিন
কিশোরগঞ্জ – চেয়ারম্যান – মো. জাকির হোসেন বাবুল
জলঢাকা – চেয়ারম্যান – মো. আনছার আলী (মিন্টু)

জেলা: লালমনিরহাট
লালমনিরহাট সদর – চেয়ারম্যান – মো. নজরুল হক পটোয়ারী ভোলা
পাটগ্রাম – চেয়ারম্যান – মো. রুহুল আমিন বাবুল
হাতীবান্ধা – চেয়ারম্যান – মো. লিয়াকত হোসেন
আদিতমারী – চেয়ারম্যান – মো. রফিকুল আলম
কালীগঞ্জ – চেয়ারম্যান – মাহবুবুজ্জামান আহমেদ

জেলা: কুড়িগ্রাম
নাগেশ্বরী – চেয়ারম্যান – মোস্তফা জামান
উলিপুর – চেয়ারম্যান – মো. গোলাম হোসেন মন্টু
চিলমারী – চেয়ারম্যান – শওকত আলী সরকার
রৌমারী – চেয়ারম্যান – মো. মজিবুর রহমান
ভুরুঙ্গামারী – চেয়ারম্যান – মো. নুরুন্নবী চৌধুরী
রাজারহাট – চেয়ারম্যান – আবু নুর মো. আক্তারুজ্জামান
ফুলবাড়ী – চেয়ারম্যান – মো. আতাউর রহমান
রাজিবপুর – চেয়ারম্যান – মো. শফিউল আলম
কুড়িগ্রাম সদর – চেয়ারম্যান – আমান উদ্দিন আহমেদ

রাজশাহী বিভাগ

জেলা: জয়পুরহাট
জয়পুরহাট সদর – চেয়ারম্যান – এস এম সোলায়মান আলী
পাঁচবিবি – চেয়ারম্যান – মো. মনিরুল শহিদ মণ্ডল
আক্কেলপুর – চেয়ারম্যান – মো. আব্দুস সালাম আকন্দ
কালাই – চেয়ারম্যান – মো. মিনফুজুর রহমান
ক্ষেতলাল – চেয়ারম্যান – মো. মোস্তাকিম মণ্ডল

জেলা : রাজশাহী
পবা – চেয়ারম্যান – মো. মুনসুর রহমান
তানোর – চেয়ারম্যান – মো. লুৎফর হায়দার রশীদ
পুঠিয়া – চেয়ারম্যান – মো. জি এম হিরা বাচ্চু
দূর্গাপুর – চেয়ারম্যান – মো. নজরুল ইসলাম
বাঘা – চেয়ারম্যান – মো. লায়েব উদ্দীন
গোদাগাড়ী – চেয়ারম্যান – জাহাঙ্গীর আলম
চারঘাট – চেয়ারম্যান – মো. ফকরুল ইসলাম
মোহনপুর – চেয়ারম্যান – মো. আব্দুস সালাম
বাগমারা – চেয়ারম্যান – অনিল কুমার সরকার

জেলা: নাটোর
নাটোর সদর – চেয়ারম্যান – মো. শরিফুল ইসলাম রমজান
গুরুদাসপুর – চেয়ারম্যান – মো. জাহিদুল ইসলাম
বাগাতিপাড়া – চেয়ারম্যান – মো. সেকেন্দার রহমান
সিংড়া – চেয়ারম্যান – মো. শফিকুল ইসলাম
বড়াইগ্রাম – চেয়ারম্যান – মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী
লালপুর – চেয়ারম্যান – মো. ইসাহাক আলী

জেলা: সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর – চেয়ারম্যান – মোহাম্মদ রিয়াজ উদ্দিন
চৌহালী – চেয়ারম্যান – মো. ফারুক হোসেন
কাজীপুর – চেয়ারম্যান – মো. খলিলুর রহমান সিরাজী
রায়গঞ্জ – চেয়ারম্যান – ইমরুল হোসেন তাং
উল্লাপাড়া – চেয়ারম্যান – মো. শফিকুল ইসলাম
শাহজাদপুর – চেয়ারম্যান – মো. আজাদ রহমান
বেলকুচি – চেয়ারম্যান – মো. আলী আকন্দ
তাড়াশ – চেয়ারম্যান – সঞ্জিত কুমার কর্মকার

ময়মনসিংহ বিভাগ

জেলা: জামালপুর
জামালপুর সদর – চেয়ারম্যান – মোহাম্মদ আবুল হোসেন
বকশীগঞ্জ – চেয়ারম্যান – এ. কে. এম. সাইফুল ইসলাম
দেওয়ানগঞ্জ – চেয়ারম্যান – মো. আবুল কালাম আজাদ
মেলান্দহ – চেয়ারম্যান – মো. কামরুজ্জামান
মাদারগঞ্জ – চেয়ারম্যান – মো. ওবায়দুর রহমান বেলাল
সরিষাবাড়ী – চেয়ারম্যান – মো. গিয়াস উদ্দিন পাঠান
ইসলামপুর – চেয়ারম্যান – এস.এম. জামাল আব্দুন নাছের

জেলা: নেত্রকোনা
নেত্রকোনা সদর – চেয়ারম্যান – মো. তফসির উদ্দিন খান
খালিয়াজুরী – চেয়ারম্যান – গোলাম কিবরিয়ার জব্বার
দূর্গাপুর – চেয়ারম্যান – মোহাম্মদ এমদাদুল হক খান
মোহনগঞ্জ – চেয়ারম্যান – মো. শহীদ ইকবাল
বারহাট্টা – চেয়ারম্যান – মো. গোলাম রসুল তালুকদার
কলমাকান্দা – চেয়ারম্যান – মো. আব্দুল খালেক
মদন – চেয়ারম্যান – মো. হাবিবুর রহমান
পূর্বধলা – চেয়ারম্যান – জাহিদুল ইসলাম সুজন
কেন্দুয়া – চেয়ারম্যান – মো. নুরুল ইসলাম

সিলেট বিভাগ

জেলা: হবিগঞ্জ
হবিগঞ্জ সদর – চেয়ারম্যান – মো. মশিউর রহমান শামীম
নবীগঞ্জ – চেয়ারম্যান – মো. আলমগীর চৌধুরী
লাখাই – চেয়ারম্যান – মো. মুশফিউল আলম আজাদ
বাহুবল – চেয়ারম্যান – মো. আব্দুল হাই
মাধবপুর – চেয়ারম্যান – আলহাজ্ব আতিকুর রহমান
চুনারুঘাট – চেয়ারম্যান – মো. আব্দুল কাদির লস্কর
আজমিরীগঞ্জ – চেয়ারম্যান – মো. মর্ত্তুজা হাসান
বানিয়াচং – চেয়ারম্যান – মো. আবুল কাশেম চৌধুরী

জেলা: সুনামগঞ্জ
সুনামগঞ্জ সদর – চেয়ারম্যান – মো. খায়রুল হুদা
জামালগঞ্জ – চেয়ারম্যান – মো. ইউসুফ আল আজাদ
শাল্লা – চেয়ারম্যান – চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ
বিশ্বম্ভরপুর – চেয়ারম্যান – মো. রফিকুল ইসলাম তালুকদার
ধর্মপাশা – চেয়ারম্যান – শামীম আহমেদ মুরাদ
ছাতক – চেয়ারম্যান – মো. ফজলুর রহমান
দোয়ারাবাজার – চেয়ারম্যান – আব্দুর রহিম
দিরাই – চেয়ারম্যান – প্রদীপ রায়
তাহিরপুর – চেয়ারম্যান – করুণা সিন্ধু চৌধুরী বাবলু
দক্ষিণ সুনামগঞ্জ – চেয়ারম্যান – মো. আবুল কালাম