আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নে দলের দীর্ঘদিনের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী অগ্রাধিকার পাবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তৃণমূল থেকে অভিযোগ আসতে পারে। নিয়ম ভঙ্গ করে এককভাবে যদি কোনও নাম বা তালিকা আসে সেজন্য তো মনোনয়ন বোর্ড আছে। সেখানে অভিযোগের ফয়সালা হবে। সঠিকভাবে নাম না আসলে জরিপ রিপোর্ট ও অন্যান্য বিষয় মিলিয়ে আমরা মনোনয়ন দেবো। শুধুমাত্র তৃণমূলের রিপোর্টের ওপর ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নেবো না।
সোমবার (৪ ফেব্রুয়ারি) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
বিএনপি বা ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের আলোচনায় বসার সম্ভাবনা আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন, শেখ হাসিনার দরজা কারো জন্য কখনো বন্ধ ছিল না।কাদের বলেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সব সময় খোলা। কেউ কোনও বিষয়ে কথা বলতে চাইলে তার দরজা খোলা আছে।
গণভবনে চা চক্রের নামে তামাশা হয়েছে-বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর এক বক্তব্যের জবাবে কাদের বলেন, বিএনপি আসলে নেতিবাচক রাজনীতির গভীর খাদের কিনারায় চলে এসেছে। তাদের এখন খাদে পরার বেশি বাকি নেই। এ অবস্থায় তারা বেসামাল হয়ে, বেপরোয়া হয়ে যখন যা খুশি তাই বলছে। এখানে কোনো যুক্তি নেই, এখানে কোনো বাস্তবতা নেই।
কাদের বলেন, দুনিয়ার সব সভ্য গণতান্ত্রিক দেশগুলো এই নির্বাচনে বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। শুভেচ্ছা জানিয়ে সরকারের সঙ্গে একসাথে কাজ করার কথা স্বয়ং জাতিসংঘ থেকেও উচ্চারিত হয়েছে। নির্বাচন নিয়ে কোথাও, কোনো প্রশ্ন নেই, কোথাও কোনো বিতর্ক নেই এবং দেশ ও জনগণের মাঝে কোনো প্রকার বিরূপ সমালোচনা নেই। একমাত্র বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারাই আজকে নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের হুমকির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির বিষয়টি লিগ্যাল বিষয়। লিগ্যাল ব্যাটেল করে তারা যদি তাদের নেত্রীকে মুক্ত করে তাহলে তাদেরকে স্বাগতম।