নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি প্রাইভেটকার খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। রোববার ভোরে মদনপুর-নরসিংদী সড়কে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন সকালে এনটিভি অনলাইনের কাছে দাবি করেছেন, ‘নিহতরা আড়াইহাজার থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত। আজ ভোরে সোনারগাঁ থেকে নিজ এলাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনরা মরদেহ উদ্ধার করে নিয়ে যান বলেও দাবি করেন ওসি।
নিহতদের মধ্যে রয়েছেন আড়াইহাজার উপজেলার মাউরাদি গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ ও রিপন, বাঘানগর এলাকার বাসিন্দা মোমেন এবং উপজেলা সদরের রাজু। এলাকাবাসী জানান, নিহত শহিদুল্লাহ আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং মোমেন যুবলীগ কর্মী। যে প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি রিপনের বলে জানা গেছে।