রাজধানীর কলাবাগানে সমকামী অধিকার কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার ঘটনার মূল সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাউম ইউনিট (সিটিটিসি)। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতার ব্যক্তির নাম আসাদুল্লাহ ওরফে ফখরুল ওরফে ফয়সাল জাকির ওরফে সাদিক।
উল্লেখ্য, দেশজুড়ে ‘উগ্রপন্থীদের’ একের পর এক হত্যা-হামলার মধ্যে ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে লেক সার্কাস রোডের এক বাসায় ঢুকে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন সরাসরি ওই্ ঘটনায় জড়িত ছিল।