ইরানে একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। সোমবার বোয়িং ৭০৭ উড়োজাহাজটি রাজধানী তেহরানের পশ্চিমে ফাথ বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আধা সরকারি বার্তা সংস্থা ফার্স।

ফাথ বিমানবন্দরটি আলবর্জ প্রদেশের কারাজ এলাকার কাছে অবস্থিত। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। ইরানি সংবাদমাধ্যম ফার্জ নিউজ এজেন্সি ও দেশটির সেনা সূত্র এ কথা জানিয়েছে।

নিউজ এজেন্সি বলছে, তেহরানের পশ্চিমে ফাথ বিমানবন্দরে অবতরণের কথা ছিল উড়োজাহাজটির। অবতরণের জন্য নিচে নামার সময় সেটি বিধ্বস্ত হয়।