গাজীপুরে শ্রীপুরের চিড়া ও মুড়ি তৈরির এক কারখানায় ট্রান্সপোর্ট (পরিবহন) ব্যবসাকে কেন্দ্র করে শনিবার দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। এসময় দু’যুবক গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দু’যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আরিফ মাহমুদুল (২৮) ও একই উপজেলার চকপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুর রনি (৩০)।

কারখানা ব্যবস্থাপক আবুল কালাম ও স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার মুলাইদ (এমসি বাজার) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পার্শ্ববর্তী আকলিমা চিড়া ও মুড়ির মিলে মালামাল সরবরাহের জন্য স্থানীয় আশরাফুল ট্রান্সপোর্ট (পরিবহন) ভাড়া দেওয়ার ব্যবসা করে আসছে। গত কিছুদিন ধরে রাজন ও ফরহাদসহ কয়েক যুবক পরিবহন ভাড়া দেয়ার ওই ব্যবসা তাদেরকে দেওয়ার দাবী জানিয়ে হুমকি দিয়ে যায়। এ ঘটনার পর শনিবার দুপুরে চিড়ার কারখানায় পরিবহন থেকে কাঁচামাল আনলাড করা হচ্ছিল। এসময় রাজন ও ফরহাদ কারখানায় গিয়ে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাদের মাঝে হাতাহাতি শুরু হয়। হাতাহাতি করতে করতে উভয় পক্ষের যুবকরা কারখানার বাইরে মহাসড়কের উপর চলে আসে। এসময় গুলির শব্দ শোনা যায়। এতে মুলাইদ গ্রামের তারা মিয়ার ছেলে রাজন (২৫) ও মাওনা উত্তরপাড়া এলাকার ফজলুল হক মুন্সীর ছেলে ফরহাদ হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, এ ঘটনায় রাজন বাম হাঁটুর নিচে ও ফরহাদ কুনুইয়ে গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে প্রথমে মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কে বা কারা গুলি করেছে তা তাৎক্ষণিক সনাক্ত করা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আরিফ ও রনি নামের দু’যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোটর সাইকেল আটক করা হয়েছে।