ঝিনাইদহে টিভি চুরির অপবাদ দিয়ে’ তরুণকে উল্টো করে বেঁধে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শাহীনুর রহমান শাহিন জেলার হরিণাকুন্ডৃ উপজেলার তাহেরহুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গ্রেপ্তার অন্যজন হলেন তার সহযোগী কাজী বাবুল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, মামলার পর শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
ওই উপজেলার শ্রীপুর এলাকার ওমর আলীর ছেলে রানাকে মারধর করে নির্যাতনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।ওমর বলেন, গত ২৭ ডিসেম্বর রাতে শ্রীপুর বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় থেকে টেলিভিশন চুরি হয়।পরদিন সকালে আওয়ামী লীগ নেতা শাহীনুরসহ কয়েকজন রানাকে চোর সন্দেহে মাঠ থেকে ধরে আনে। তারা তাকে শ্রীপুর বাজারের একটি কাঁঠাল গাছে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করে। পরে তারা তাকে স্থানীয় পুলিশ ক্যাম্পে দেয়। পুলিশ তাকে হরিণাকু-ু থানায় এনে টিভি উদ্ধারের চেষ্টা করে। উদ্ধার করতে না পেরে পুলিশ রানাকে পরিবারের জিম্মায় ফেরত দেয়।
রানাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।শুক্রবার সকালে ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চারদিক থেকে প্রতিবাদ আসে।পুলিশ কর্মকর্তা মেহেদী বলেন, রানার বাবা ওমর আলী হরিণাকুন্ডু থানায় মামলা করেছেন। রাতেই পুলিশ আসামি শাহিনুর রহমান শাহিন ও কাজী বাবুলকে গেুপ্তার করেছে।