গাজীপুরে গার্মেন্টস কর্মী এক নারীকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করে লাশ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ শনিবার নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের নাম আফরোজা খাতুন (২৫)। সে গাইবান্ধা সদর উপজেলার জিকাবাড়ি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।

নিহত আফরোজার মামা একামত হোসেনসহ স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওরাইদ উত্তরপাড়া এলাকায় ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করে স্বপরিবারে থাকেন বিল্লাল হোসেন। প্রায় ৭/৮ বছর আগে বিল্লালের মেয়ে আফরোজার সঙ্গে জামালপুরের সানন্দবাড়ির মন্ডলপাড়া এলাকার শাহজাহান মিয়ার বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ৬ বছরের একটি মেয়ে রয়েছে। আফরোজা তার স্বামী সন্তান নিয়ে স্থানীয় মুকুল মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকেন। আফরোজা গাজীপুরের সালনা এলাকার শ্যামলী পোশাক কারখানার শ্রমিক। আর তার স্বামী শাহজাহান জোলারপাড় এলাকার একটি স্টিল মিলে চাকরি করেন। আফরোজা শুক্রবার রাত ৮টার দিকে কারখানা থেকে বাসায় ফেরেন। রাতে আফরোজার সঙ্গে তার স্বামীর বাকবিতন্ডা হয়। এসময় তাদের সন্তান বাসায় ছিল না। এরপর রাত সাড়ে ১২টার দিকে শাহজাহানকে বাসা সংলগ্ন সেপটিক ট্যাঙ্কির ঢাকনা খুলে আফরোজার লাশ ফেলতে দেখে নিহতের মামাতো ভাই মুকুল ও মুকুলের শ্যালক খোকন। তারা বিষয়টি স্থানীয় ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর হোসেনকে জানান। পরে স্থানীয়রা ওই ট্যাঙ্কি থেকে আফরোজার লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ শনিবার ভোরে নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। আফরোজা সৌদি আরবে দুই বছর চাকুরী শেষে গত ৩/৪ মাস আগে দেশে ফিরে গার্মেন্টসে চাকুরি নেয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মো. রিয়াজ জানান, নিহতের গলায় শ্বাসরোধ করে হত্যার চিহ্ন রয়েছে। বিদেশ ফেরত আফরোজা সম্প্রতি পরকীয়ায় জড়িয়েছে এমন সন্দেহে গতকিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহ চলে আসছিল। এর জেরে হত্যাকান্ডের এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।