প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। মঙ্গলবার ও বুধবার তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার গণভবনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান মাসুদ উদ্দিন চৌধুরী। এসময় নৌকা প্রতীকে বার বার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করায় তাকে অভিনন্দন জানান।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হুসেইন মুহাম্মদ এরশাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী মঙ্গলবার সকালে হুসেইন মুহাম্মদ এরশাদের কার্যালয়ে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তার শারিরিক অবস্থাসহ রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

প্রসঙ্গত; ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টি প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল) ২ লাখ ৯০ হাজার ২শ’ ১১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন (ধানের শীষ) পান ১৫ হাজার ৬৭ ভোট।