ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকরামূল হক সংগ্রাম বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আজ বুধবার রাতে মালিয়াট ইউনিয়নের তত্তিপুর বাজারে নির্বাচনী কর্মী সমাবেশ থেকে মালিয়াট ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নূরালী বিশ্বাসসহ বিএনপির অনেক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দেন সংগ্রাম।
আওয়ামী লীগে যোগ দেওয়া প্রসঙ্গে ইকরামূল হক সংগ্রাম বলেন, ‘গত ২০ বছরে বিএনপি সরকার এলাকাতে কোনো উন্নয়ন করেনি। তাই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে আমি দল বদলের সিদ্ধান্ত নিয়েছি।’
আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল খাঁ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনু বিশ্বাস, মৌচিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, যুবলীগ নেতা ইকরামুল হক সোহাগ প্রমুখ।