গাজীপুর সরকারি মহিলা কলেজের সহ¯্রধিক শিক্ষার্থী বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। তারা ওই কলেজের নামে বরাদ্ধকৃত সরকারি জমির দখল বুঝিয়ে দেয়াসহ অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচী পালন শেষে ছাত্রীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন। পরে দুপুরে মহিলা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন।
কলেজ অধ্যক্ষ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, কলেজের আবেদনের প্রেক্ষিতে গাজীপুর সরকারি মহিলা কলেজের অবকাঠামো ও নারী শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় গত ১৫ জুলাই ১ দশমিক ২৩ একর সরকারি জমি কলেজের নামে বরাদ্ধ প্রদান করেন। মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক গাজীপুরের জেলা প্রশাসক ওই জমিতে অবৈধভাবে দখলদারদের জমি ছাড়ার জন্য নির্দেশ দেয়। গত ৪ নবেম্বর বরাদ্ধকৃত ওই জমিতে কলেজের বহুতল ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু করতে গেলে অবৈধ দখলদাররা বাধা দিয়ে নির্মাণ কর্মীদের ফিরিয়ে দেয়। এসময় তিনি অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক মিজানুর রহমান, সোহরাব হোসেন প্রমুখ। লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কলেজের পক্ষে সরকার অনুমোদিত কাগজপত্রসহ যৌক্তিক দাবি উত্থাপন করেন।
এ দিকে দুপুরে ২টা ৩০ মিনিটে গাজীপুর প্রেসক্লাব ভবনে সাংবাদিক সম্মেলন করেন ওই জমিতে বসবাসরত বাসিন্দারা। লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন যাবত তারা ভাওয়াল কোর্ট অব ওয়ার্ডসের ওই জমিতে একসনা লিজ নিয়ে নিয়মিত ভাবে খাজনা পরিশোধ করে বসবাস করে আসছেন। কিন্তু গত দুই বছর ধরে তাদের লিজ নবায়ন হচ্ছে না। ভুক্তভোগীদের লিজি জমি থেকে উচ্ছেদ বন্ধে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন। সম্মেলনে স্থানীয় অমিতাভ বড়–য়া, ইসমত আনোয়ারী, মারুফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।