ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পাটুলী গোদাপাড়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মাশকলাই আবাদ করেছে বিদ্যালয় কর্র্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের প্রাত্যহিক সমাবেশ, খেলা-ধুলা ও ছুটাছুটি বন্ধ রয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের আছিম-পোড়াবাড়ী সড়কের পাশের্^ পাটুলী গোদাপাড়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে ১৯৯৪ সালে। বিদ্যালয়ের বিশাল মাঠে মাসকলাই চাষ করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা রাস্তা থেকে নেমে বারান্দা দিয়ে স্কুলের শ্রেণি কক্ষে প্রবেশ করে, আবার স্কুল ছুটি হলে বারান্দা দিয়ে বাড়ি চলে যায়। শিক্ষা কার্যক্রম সহ প্রাত্যহিক সমাবেশ বন্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানিয়েছেন স্কুল মাঠে প্রায় ৩ মাস যাবত আমরা খেলা-ধুলা করতে পারি না। কিন্তু কিছু বলাও যাচ্ছে না, কারণ স্যারদের সিদ্ধান্তে আমরা প্রতিবাদ করতে পারি না। ৭৫-৮০ দিনের ফসল মাসকলাই হলেও এটি বিদ্যালয়ের খেলার মাঠে চাষ করা ঠিক কি না তা নিয়ে অভিভাবক ও স্থানীয়দের ক্ষোভ বিরাজ করছে। তবে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের একক আধিপত্য বিস্তারের বহি: প্রকাশ এটি বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন এ স্কুলে সভাপতি আর হেড মাস্টার মিলে যা করে তাই যুক্তিসঙ্গত। আমাদের প্রতিবাদ কোন কাজে আসে না। তবে কোন স্কুলে যা কখনো হয় না, তা এ স্কুলে হওয়ার নজির আছে।
মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক নিয়মিত বিদ্যালয়টি পরিদর্শন না করার অভিযোগও করেছেন শিক্ষার্থী অভিভাবকরা। অভিভাবকরা জানান, নিয়মিত পরিদর্শন করা হলে বিদ্যালয় মাঠে কলাই আবাদ হতো না। উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার জানান, তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আকতার জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অফিসে ডাকা হয়েছে। বিদ্যালয়ের মাঠে কেন তিনি মাশকলাই আবাদ করলেন বিষয়টি জানার জন্য। প্রধান শিক্ষক মো. আবুল হোসেন জানান, বছরের শেষ তিন মাস খেলার সময় নয়, পড়ার সময়। ক্লাশের ভেতরে প্রাত্যহিক সমাবেশ করানো হয়।