আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনোনয়ন পেলে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান বাদ পড়বেন। আজ রোববার বেলা ১২টার দিকে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আসন ভাগাভাগি নিয়ে ১৪ দল, জাতীয় পার্টি ও যুক্তফ্রন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিকল্পধারার মহাসচিব এবং যুক্তফ্রন্টের নেতা আব্দুল মান্নান এমন একটা অনুরোধ করেছেন, মনোনয়নটা এককভাবে না দিয়ে দলগতভাবে যাতে একসঙ্গে, যৌথগতভাবে দেওয়া হয়। আমরা এইটা এক্সেপ্ট করি। আমাদের নেত্রী, আমাদের মনোনয়ন ভোটের চেয়ারম্যান, অ্যালায়েন্সের মূল নেত্রী, তিনি তাদের এই অনুরোধ রক্ষা করেছেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এখন আমরা আমাদের মনোনয়ন প্রায় শেষ পর্যায়ে। আওয়ামী লীগের মনোনয়ন শেষ পর্যায়ে। আমরা যেকোনো সময় ক্লোজ করতে পারি। ফিনিশিং টাচটা বাকি আছে। আমাদের মনোনয়ন অলমোস্ট ঠিক করে ফেলেছি। এখন অ্যালায়েন্সের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা শুরু করবো আস্তে ধীরে। প্রথমে আমরা তাদের তালিকাটা, কাদের কাদের চান এবং বটম লাইন-এ বিষয়টা আমরা জানতে চেয়েছি। আজ এবং কালের মধ্যে সেটা পেয়ে যাবো। তারপর আমরা আনুষ্ঠানিকভাবে বসতে পারি।’
১৪ দলের যেসব প্রার্থী গতবার জিতেছিলেন তারা এবারও মনোনয়ন পাবেন জানিয়ে কাদের বলেন, ‘নড়াইলে মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেলে বাদ পড়বেন গতবারের বিজয়ী।’
তিনি আরও বলেন, ‘জোটগত ভাবে মনোনয়ন চূড়ান্ত করা করা হবে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। খুব বেশি এমপি/মন্ত্রী মনোনয়ন বঞ্চিত হবেন না, নতুন মুখও থাকবে। শরীকরা নৌকা ও জাতীয় পার্টি লাঙ্গলে নির্বাচন করবে। যুক্তফ্রন্ট নৌকায় করুক আওয়ামী লীগ তাই চায় তবে ইসি সিদ্ধান্ত দেবে। এবার আওয়ামী লীগের প্রধান এশতেহার থাকবে- গ্রামকে শহর বানানো।