গাজীপুরে শ্রীপুরের গজারী বন থেকে শুক্রবার বিকেলে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৬০ বছর বয়সের নিহত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায় নি।

শ্রীপুর মডেল থানার এসআই নাজমূল সাকিব জানান, গাজীপুরে শ্রীপুর পৌরসভার সবুজবাগ (খাসপাড়া) গজারী বনে শুক্রবার বিকেলে লাকড়ি কুড়াতে যায় স্থানীয়রা। এসময় তারা গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো অজ্ঞাত এক বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের পরনে লুঙ্গি ও সার্ট রয়েছে।