গাজীপুরে প্রায় ২৫ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেল পর্যন্ত এ অভিযানের দেন নেতৃত্ব পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকাল হতে বিকেল পর্যন্ত অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযানকালে ওইসব এলাকায় ৬টি গুদাম থেকে প্রায় ২৫ টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ওইসব পলিথিন ও গুদাম মালিকরা গুদাম তালাবদ্ধ করে পালিয়ে যায়। অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া, শেখ মুজাহিদ প্রমূখ উপস্থিত ছিলেন।