আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলেমদের কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার আলেমদের শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের দোয়া চাই, সামনে নির্বাচন আছে।’ তিনি বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন নিশ্চয়ই আবার তিনি বাংলাদেশের জনগণের খেদমত করার সুযোগ আমাকে দেবেন। আর আল্লাহ যদি না চান দেবেন না, আমার কোনো আফসোস থাকবে না। আমি সবকিছু আল্লাহ ওপর ছেড়ে দিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু আল্লাহর কাছে ছাড়া কারও কাছে মাথা নত করি না। আল্লাহ ছাড়া আর কাউকে আমি ভয়ও করি না।’
তিনি বলেন, ‘আমি মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন। আর আমি যে বেঁচে আছি এবং বারবার বেঁচে যাচ্ছি। কখনও গ্রেনেড হামলা, কখনও গুলি, কখনও বোমা নানানভাবে আমাকে যে বারবার হত্যার চেষ্টা আর আমি বেঁচে যাই মনে হয়, এইটা আল্লাহরই কোনো ইশারা। আল্লাহ নিশ্চয়ই আমাকে দিয়ে কোনো কাজ করাবেন, যে কারণে তিনি আমাকে বারবার রক্ষা করছেন।’
‘তিনি যতদিন জীবন দিয়েছেন ততদিন আছি’ এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন আমার সময় হয়ে যাবে তিনি নিয়ে যাবেন। শুধু আল্লাহর কাছে এইটুকুই চাই, যেন মান-সম্মানের সাথে যেতে পারি এবং মানুষের সেবা করে যেতে পারি। মানুষের কল্যাণ করে যেতে পারি।’ কওমি মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘আপনারা এতিমকে আশ্রয় দিচ্ছেন এর থেকে বড় কাজ কী হতে পারে। কাজেই সেখানে আপনাদের স্বীকৃতি দেব না এমনটা তো কখনও হতে পারে না।’
এ সময় তিনি হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা এমনভাবে শিক্ষা দেবেন যেন এই মাদ্রাসা থেকে যারা শিক্ষা পায়, যারা মাস্টার্স ডিগ্রি পেলেন তারা যেন দেশ ও জাতির জন্য কাজ করতে পারে। এ দেশকে যেন আমরা উন্নত করতে পারি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচারে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের অপপ্রচার চালানো হয়। এই অপপ্রচার কেউ বিশ্বাস করবেন না এবং এই অপপ্রচার বন্ধ করার জন্য ইতিমধ্যে আমরা সাইবার ক্রাইম আইন তৈরি করেছি। কেউ যদি এ ধরনের মিথ্যা অপপ্রচার করে, সাথে সাথেই এই আইন দ্বারা তাদের গ্রেপ্তার করা হবে, বিচার করা হবে।’ সন্ত্রাস-জঙ্গিবাদ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যারা সত্যিকার ইসলাম ধর্মে বিশ্বাস করে তারা কখনো সন্ত্রাসী-জঙ্গিবাদী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক নেয়ামত দিয়েছেন। কাজেই আমরা এই দেশকে গড়ে তুলতে চাই। বাংলাদেশ হবে বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ।’