সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্টে বল হাতে জ্বলে উঠেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। একের পর এক আঘাত হেনে তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৬ উইকেট। তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ২৮২ রানে। টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে অলআউট হয়েছে প্রথম সেশনেই। সফরকারীরা শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ২১ রান তুলে। যার মধ্যে তাইজুলের শিকার ৪ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাইজুল প্রথম ৫ উইকেট শিকার করেন। এরপর আর দুই বার পান ৫ উইকেটের দেখা। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে ৮ উইকেট নেয়ার কীর্তিও আছে তার। তবে তিন বছর ধরে ৫ উইকেটের দেখা আর মিলছিল না তার। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে তাইজুল তিনবার পেয়েছিলেন ৪টি করে উইকেট। অবশেষে সেই বৃত্ত ভেঙে ৬ উইকেট নিলেন বাঁহাতি এই স্পিনার।