চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরার ডিসি রোডে শিবিরের কার্যালয় ঘেরাও করেছে পুলিশ। অভিযানের সময় পরপর চারটি বোমা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কার্যালয়ের ভিতরে কেউ হতাহত রয়েছে কিনা এখনো জানা যায়নি। শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।  পুলিশ জানায়, ব্লক রেইড দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর শিবির কার্যালয়ের চারতলা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে শিবির কার্যালয় ঘিরে রাখে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন জানান, চারটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে জেনেছি। শিগগিরই আমরা শিবিরের ওই কার্যালয়ের ভেতরে অভিযান চালাবো। নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান জানান, আমাদের ধারণা যে চারটি বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেয়েছি, সেটা আসলে বোমা ছিল। ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ ফোর্সও ডাকা হয়েছে। নগর পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, জানতে পেরেছিলাম, শিবির কার্যালয়ে অনেক সক্রিয় সদস্যরা ছিল। পুলিশ ব্লক রেইড চালালে তারা কার্যালয়ের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটায় এবং আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চট্টগ্রাম নগরের ডিসি রোডের ছাত্রশিবির কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনার পর অভিযান চালিয়ে ৬টি ককটেল ও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।