ময়মনসিংহে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হত্যার রাজনীতি করে। আর আওয়ামী লীগ করে উন্নয়নের রাজনীতি। আওয়ামী লীগ কারো উপর নির্যাতন করেনা। কাউকে কষ্ট দেয়না। কিন্তু বিএনপি আমাদের অসংখ্য নেতাকর্মী হত্যা করেছে। তিনি আজ বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা করি উন্নয়নের রাজনীতি আর বিএনপি করে দুর্নীতির রাজনীতি। তারা হাওয়া ভবনের নামে খাওয়ার রাজনীতি করেছে। এর আগে আগে মঞ্চের পাশে ১৯২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনিসংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে মঞ্চে উপস্থিত আছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলার নেতারা।