তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর টুকরো টুকরো করে এসিড দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াসিন আকতে। দেশটির দৈনিক সংবাদ পত্র ‘হারিয়েত’কে দেয়া এক সাক্ষাতকরে তিনি এই দাবি করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইয়াসিন আকতে বলেন, আমি বিশ্বাস করি তাকে হত্যার পর এসিড দিয়ে এমনভাবে পুড়িয়ে ফেলা হয়েছে যাতে হত্যার কোন চিহ্ন খুঁজে না পাওয়া যায়। আর এটিই এই হত্যাকাণ্ডের একমাত্র যৌক্তিক সমাধান।

তবে এতকিছুর পরও এখনও খাশোগির মৃতদেহের কোন খোঁজ মেলেনি। এমনকি মরদেহ পুড়িয়ে ফেলার কোন ফরেনসিক প্রমাণ দিতে পারেননি তিনি।

তুরস্কের প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াসিন আকতে এক সংবাদ পত্রকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, খাশোগি হত্যার পর মরদেহ নিশ্চিহ্ন করতেই টুকরো টুকরো করা হয়। আমরা এখন দেখছি হত্যাকারীরা খাশোগিকে শুধু হত্যা করেনি মরদেহেকে বাষ্পায়িত করেছে। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রকে বলেছেন, খুন হওয়া সাংবাদিক খাশোগি খুবই ভয়ঙ্কর ইসলামপন্থী ছিলেন।