ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মাঠে মঙ্গলবার বিকেল ৪:৩০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. জাহানুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা নাজমুন আরা শামীমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার রাজস্ব কর্মকর্তা মাজেদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক সৈয়দ মো. সিয়াম ও সংগঠনটির উপদেষ্টা ফয়সাল আহম্মদ প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে মাজেদুল হক বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘের সকল সদস্যকে লিখনীর মাধ্যমে দেশের উন্নতি,অগ্রগতি ও অসংগতিগুলো তুলে ধরার আহ্বান জানান। সেই সাথে তিনি তার বক্তব্যে সদস্যদের লেখনীর দক্ষতা কিভাবে আরো বৃদ্ধি পাবে সেই লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।তিনি তিন মাস পর সংগঠনটির তিন জন সদস্যকে সেরা লেখকের পুরুস্কার প্রদান এবং ভবিষ্যতে এই সংগঠনের সকল কাজে সহযোগিতা করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।সৈয়দ মো. সিয়াম তার বক্তব্যে লেখালেখির জগতে তরুণদের এ পদচারণাকে স্বাগত জানান। একাডেমিক শিক্ষার পাশাপাশি এই বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ফয়সাল আহম্মাদ বলেন,লেখালেখিতে আমাদের তরুণ প্রজন্ম আজ অনেক পিছিয়ে।দেশকে এগিয়ে নিতে তোমাদের মতো উদীয়মান সৃজনশীল মেধাবী তরুণদের আজ খুবই দরকার।উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত করি লেখনীর ধারায়’ স্লোগানকে সামনে রেখে এ বছরের শুরুতে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘ।ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাত বিশ্ববিদ্যালয়, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক তরুণ কলাম লেখক সংগঠনটির সাথে কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সদস্যদের প্রায় ৬০০ টি কলাম দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।
সহশিক্ষার মাধ্যমে তরুণ লেখকেরা নিজের দক্ষতা ও নেতৃত্ব বিকশিত করতে সক্ষম হবে
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (২১) কে গণধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
রিয়েলমি’র ইন্ডাস্ট্রি-সেরা আইপি রেটিং সমৃদ্ধ নতুন পানিরোধী স্মার্টফোন আনার গুঞ্জন
তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার সি-সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গুজব রয়েছে যে, এই ডিভাইসটিতে রয়েছে টেকসই প্রতিরক্ষামূলক...
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...