ঝিনাইদহে সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ চরমপন্থি নেতা আমিরুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। সে বিপ্লবী কমিউনিষ্ট পার্টি হক গ্রুপের আঞ্চলিক নেতা। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সে জেলা সদরের বকশিপুর গ্রামের এলাহী বক্সের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে চাঁদপুর গ্রাম থেকে আমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, লুণ্ঠন, ছিনতাই, চাদাবজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।