ঐক্যফ্রন্ট নেতা নয়, মামলার আসামি হিসেবে ব্যারিস্টার মইনুলকে গ্রেফতার করা হয়েছে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার টঙ্গীতে আওয়ামী লীগের আয়োজনে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্য ফ্রন্ট যে ৭ দফা দাবি দিয়েছে সেটা নির্বাচন বানচালের চাক্রান্ত বলে মনে আখ্যা দিয়েছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঐক্যফ্রন্ট যে ৭ দফা দাবি দিয়েছে তা নির্বাচন বানচালের ৭ টি চক্রান্ত। তিনি বলেন, ডা. কামাল দেশের স্বার্থে নষ্ট রাজনীতির বিরুদ্ধে এক সময় কথা বলতেন। কিন্তু আজ তাদের কি অবস্থা।