আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমদের গা থেকে মুজিব কোট খুলে নিয়েছেন আলী হোসেন নামে সাবেক ছাত্রলীগের এক নেতা। গতকাল মঙ্গলবার রাতে সিলেট নগরীর উপশহরে হোটেল রোজভিউয়ের সামনে এ ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগ সহসভাপতি থাকা অবস্থায় বহিষ্কৃত হন আলী হোসেন। জাতীয় ঐক্যফ্রন্টের নেতার গা থেকে মুজিব কোট খুলে নেওয়ার কথা স্বীকার করেছেন তিনি।
এ ব্যাপারে আলী হোসেন বলেন, ‘সুলতান মনসুর এককালে আওয়ামী লীগের নেতা ছিলেন। এখন তিনি মোস্তাকদের দলে ভিড়েছেন। কোনো বেঈমানের গায়ে মুজিব কোট থাকতে পারে না। তাই আমি তার গা থেকে মুজিব কোট খুলে নিয়েছি। ’
আজ বুধবার ঐক্যফ্রন্টের সমাবেশে সুলতান মনসুর মুজিব কোট পড়ে অংশ নিলে তিনি আবারও তা খুলে নেবেন বলেও জানান আলী হোসেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাজার জিয়ারত শেষে ফেরার সময় রাত সাড়ে ১০টার দিকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুলতান মনসুর এবং মো. শাহজাহান হোটেল রোজভিউর সামনে এসে পৌঁছালে সেখানে সুলতান মনসুরকে লাঞ্ছিত করেন সাবেক ছাত্রলীগ নেতা আলী হোসেন। এ সময় তিনি সুলতান মনসুরের গায়ে পরিহিত মুজিব কোট খুলে নেন। পরে ঘটনাস্থলের পাশে থাকা পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সুলতান মনসুর ও শাহজাহানকে সরিয়ে নিয়ে যান এবং পরিস্থিতি শান্ত করেন। এ ব্যাপারে সুলতান মুহাম্মদ মনসুর আহমদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনা সম্পর্কে জানতে চাইলে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, এ ঘটনা তার জানা নেই। তবে তিনি বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আর্দশের সঙ্গে মোনাফেকি করেছে তাদের খোঁজ রাখতে চাই না আমরা।’