মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ মণ মা ইলিশসহ ৫ জেলেকে আটক করেছে সদর উপজেলা প্রশাসন ও মৎস অফিস। এ সময় আটককৃতদের কাছ থেকে ১ লাখ মিটার কারেন্ট জালও উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর থেকে সদর উপজেলার চরাঞ্চলের মেঘনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী অফিসার ফারুক আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের নেতৃত্ব ভোর থেকে পদ্মা ও মেঘনা নদীর জাজিরা,বকচর, চর আব্দুল্লাহ,কালিরচর ও বাংলাবাজারের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। ফারুক আহমেদ জানান, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। পরে জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।