মৎস্য ভবন চৌরাস্তার মোড়টির প্রতিটি পার্শ্ব দু ভাগে বিভক্ত হওয়ায় ৮টি ভাগে বিভক্ত হয়ে ৮দিক থেকে যানবাহন চলাচল করে থাকে।অপরদিকে প্রেসক্লাবে যেতে সুপ্রীম কোর্টের পাশের তিন রাস্তার মোড়টি ছয় ভাগে বিভক্ত , ছয় দিক থেকে যানবাহন চলাচল করে।মোট কথা এ দুটি মোড়ে অসংখ্য যানবাহনের ভিড় জমে এবং যে পাশের গাড়ি গুলো সবুজ সিগন্যালে থাকে তা ক্ষিপ্র গতিতে মোড় দুটি দিয়ে চলাচল করে ।একদিকে বিচার বিভাগ থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো এখানে অবস্থিত ,যার ফলে এখানে অগনিত মানুষের যাতায়াত সর্বক্ষণ ।অপরদিকে বহুমুখী সড়ক হওয়ায় সবুজ সিগন্যালে থাকে নিম্নতম দু থেকে তিনটি পার্শ্ব এবং ড্রাইভাররা খুবই দ্রুত গতিতে মোড় দিয়ে গাড়ি চালান ।ফলে,এপথ দিয়ে যেসকল পথিক চলাচল করেন তাদেরকে রাস্তার এক পার্শ্ব থেকে অন্য পার্শ্বের রাস্তায় যাবার সময় জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হতে হয়।এমতাবস্থায় এ দুটি মোড়ে ফুটওভার ব্রিজ স্থাপন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে।
লেখক ঃ মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস
শিক্ষার্থী,দর্শন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়