জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে এলআরবি ব্যান্ড নিয়ে রংপুরে সংগীত পরিবেশন করেছেন আইয়ুব বাচ্চু। সেখানে থেকে বৃহস্পতিবার সকালে ঢাকায় ফেরেন তারা। কিন্তু আইয়ুব বাচ্চু শারীরিক অস্বস্তি বোধ করছিলেন। সকাল ৮টার দিকে বাসায় হার্ট অ্যাটাক করেন তিনি। তড়িঘড়ি তাকে অচেতন অবস্থায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ২০১২ সালের নভেম্বর মাসে ফুসফুসে পানি জমার কারণে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছিলেন আইয়ুব বাচ্চু। দীর্ঘ এক মাস চিকিৎসার পর সুস্থ হয়ে আবারও গানে ফেরেন তিনি।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। সংগীত জীবনের দীর্ঘ চার দশকে অসংখ্য শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। শ্রোতা-ভক্তদের কাছে এবি নামেও পরিচিত তিনি। মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান ও লোকগীতি দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। ১৯৯১ সালে তার নেতৃত্বে জন্ম নেয় ‘এলআরবি’ ব্যান্ড। দলটির লিড গিটারিস্ট ও ভোকালও তিনি। এর আগে তিনি ১০ দশ বছর সোলস ব্যান্ডের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনসহ ভক্ত-শ্রোতাদের মনে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় শিল্পীকে এক নজর দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভিড় জমাচ্ছেন শিল্পী ও ভক্ত-অনুরাগীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সাংবাদিকদের জানান, আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা হবে। এরপর রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আইয়ুব বাচ্চুর ছেলে-মেয়ে দেশের বাইরে অবস্থান করছে। তারা দেশে ফিরলে আগামীকাল সন্ধ্যার পর চট্টগ্রামের উদ্দেশে লাশ নিয়ে রওনা দেওয়া হবে। আগামী শনিবার আরেক দফা নামাজে জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হবে সংগীত জগতের খসে যাওয়া এই তারকাকে।

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সৌদি আরবের মক্কা থেকে শোক প্রকাশ করেন তিনি। আজ সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইয়ুব বাচ্চু।