সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত বুধবার দুটি স্কুল এন্ড কলেজের নামকরনের সুধী সমাবেশে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বলেন শিক্ষার্থীদেরকে উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। এর জন্য শিক্ষকদের নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। উপজেলা পরিষদ চত্তরে বেলা ১২ টায় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তানভীর ইমাম আরো বলেন উল্লাপাড়ার এইচ টি ইমাম নামের শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থী ও শিক্ষকদের শিক্ষার প্রতি যথেষ্ট গুরত্ব দিতে হবে। উল্লাপাড়ার এইচ টি ইমাম গালর্স স্কুল এন্ড কলেজ ও এইচ টি ইমাম ডিগ্রি কলেজ এর উদ্ধোধন উপলক্ষে এ সুধী সমাবেশ হয়। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম , এইচ টি ইমাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ নূরুল আলম সরকার, এইচ টি ইমাম গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম । এ সমাবেশে প্রধান অতিথি তানভীর ইমাম উল্লাপাড়ায় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার বিষয়ে তার পরিকল্পনার কথা জানান।

উল্লেখ্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ উদ্বোধন করার কথা থাকলেও একটি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধনের পরে হঠাৎ অসুস্থ হওয়ার কারনে অন্য শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন ও সুধী সমাবেশ করতে পারেননি।

আল-আমিন,উল্লাপাড়া প্রতিনিধি