যত দিন পর্যন্ত মাদক নির্মূল না হবে তত দিন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত র‌্যাব সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব মাদক ও জঙ্গি দমনসহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে মাদক ও জঙ্গি দমনের মাধ্যমে তারা দেশেরে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।আসাদুজ্জামান খান কামাল জানান, র‌্যাবের সঙ্গে যাদের গুলিবিনিময় হয়েছে তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের পরিচয় পাওয়া গেছে। তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৪ সদস্য। তাদের মধ্যে ৩ জনকে গতকাল শুক্রবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। র‌্যাবের আহত আরেকজন সদস্যের চিকিৎসা চলছে চট্টগ্রাম সিএমএইচে।

শুক্রবার বিকালে র‌্যাবের ওই তিন সদস্যকে হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে নিয়ে আসা হয়। সিএমএইচে আহত র‌্যাব সদস্যদের দেখতে যান র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ।আহত র‌্যাব সদস্যরা হলেন- মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল আরিফ ও লেন্স কর্পোরাল শহীদ। অপর আহত র‌্যাব কর্মকর্তারা হলেন- স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম।উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর মুরাদপুর রেলগেট এলাকায় একটি তল্লাশি চৌকিতে একটি গাড়িকে থামার সংকেত দেয়া হয়। গাড়িটি থামার পর র‌্যাব সদস্যরা এগিয়ে যেতে থাকলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ এক জন মাটিতে পরে গিয়ে ৩ রাউন্ড গুলি ছোড়ে। পরে গাড়িটি তল্লাশি করে ১২ হাজার ইয়াবাসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে র‌্যাব। এছাড়াও গুলিবিদ্ধ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।এ সময় মাদক ব্যবসায়ীদের ছুড়া গুলিতে র‌্যাবের চার সদস্য গুলিবিদ্ধ হন। এদের মধ্যে মেজর মেহেদী হাসান পেটে গুলি লেগে আহত হয়েছেন। প্রায় ৬ ঘণ্টা তাকে অপারেশন টেবিলে রাখা হয়েছিল। তার পেটের ভিতরে ক্ষতিগ্রস্থ হয়েছে। তার অবস্থা ঝুঁকিপূর্ণ। স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিমের পশ্চাৎদেশে গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছিন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।তিনি বলেন, আহত র‌্যাব সদস্যদের আমরা ঢাকা এনেছি উন্নত চিকিৎসার জন্য। গুলিতে আহত র‌্যাবের চার সদস্যদের একজনের চিকিৎসা চলছে চট্টগ্রাম সিএমএইচে। প্রয়োজনে তাকেও ঢাকা আনা হবে।