২১ আগস্ট গ্রেনেড হামলার রায় নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তবে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ পরিবারের এক অনুষ্ঠানে এসব কথা বলেন আছাদুজ্জামান মিয়া। ডিএমপি কমিশনার বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার রায় হবে। এটি নিয়ে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রস্তুত রয়েছি। যদি কোনো স্বার্থান্বেষী মহল জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে সম্পদ জ্বালাও পোড়াও করার অপচেষ্টা করে, তবে কঠোরভাবে তাদের দমন করারও পূর্ব প্রস্তুতি রয়েছে।’