সিরাজগঞ্জ সদরে যমুনা নদীতে শহর রক্ষা বাঁধে দুইটি স্থানে ধস দেখা দিয়েছে।শহরের কাটাওয়াবদা এলাকায় ৩ নম্বর ক্রসবারে পাশাপাশি দুইটি স্থানে শনিবার এ ভাঙন হয় বলে পানি উন্নয়ন বোর্ড বগুড়া অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান।
ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, শনিবার সকাল ১০টা থেকে আকষ্মিকভাবে এই ধসের কারণে দুপুর আড়াইটা পর্যন্ত ৭০ মিটার মিটার বাঁধ নদীতে তলিয়ে গেছে।ভাঙনের স্থানে বালুভরতি জিও ব্যাগ নিক্ষেপ করা হচ্ছে। এতে আতংকিত হওয়ায় কিছু নেই। আশা করছি ২/৩ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, কয়েকদিন যাবৎ যমুনার পানি ব্যাপকহারে হ্রাস পাচ্ছে। পানি কমার সাথে সাথে পানির প্রবল ঘূর্ণাবর্তের কারণে মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। আর সেখান থেকে পাথর সরে যাওয়ায় বাঁধে ধস দেখা দিয়েছে।তিনি আরও বলেন, সম্প্রতি গর্ত হওয়া ওই স্থানটিতে প্রায় ২৩ হাজার বালুভরতি জিও ব্যাগ ফেলা হয়েছিল। তারপরও সেখানেই ধস দেখা দিয়েছে। এ বিষয়ে পাউবো নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, সম্প্রতি বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করায় সেটি বর্তমানে বন্ধ রয়েছে। তবে নদীর তলদেশে নতুন ক্যানেল তৈরির কারণেও ধস দেখা দিতে পারে।৮২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে প্রায় পৌনে দুই কিলোমিটার দৈর্ঘ্যের এ বাঁধ ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৭ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণ করা হয়।