ভোট গ্রহণের দুই মাস পর অবশেষে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছে নির্বাচন কমিশন।বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে বুধবার রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান এ ঘোষণা করে দেন।গত ৩০ জুলাই ভোটের পর অর্ধশতাধিক কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠলে তদন্ত শুরু হওয়ায় ফল ঘোষণায় বিলম্ব হয়।রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ৩০ জুলাই ভোটের সময় মোট ১২৩ কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে একটি কেন্দ্রে ভোট নেওয়া বন্ধ করা হয়। অভিযোগের পর আরও ১৫টি কেন্দ্রের ফল স্থগিত করা হয়। দুই দফা তদন্ত শেষে ১৬টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।
অন্য ১১৪টি কেন্দ্রের মধ্যে মেয়র পদে সাদিক পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৫৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ৭৭৬ ভোট। এই পার্থক্য স্থগিত ৯ কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি হওয়ায় সাদিককে মেয়র ঘোষণা করা হয়েছে।তবে ওই ৯ কেন্দ্রের মোট ভোটের সংখ্যা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।ওই কেন্দ্রেগুলোয় আগামী ১৩ অক্টোবর ভোট হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।এছাড়া তিনি এ সময় ৩০টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ২৪টিতে কাউন্সিলর ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে সাতটিতে নির্বাচিত নারী কাউন্সিলর পদের ফল ঘোষণা করেন।বাকি নয় কেন্দ্রে ভোটের পর অন্য কাউন্সিলর পদের ফল ঘোষণা করা হবে বলে তিনি জানান।