আজ যত অর্জন তা জনগণের দান, সুযোগ দিয়েছে বলে আজ এতো সাফল্য পেয়েছি বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগদান শেষে আজ সোমবার সকালে দেশে ফিরে গণভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গাদের আশ্রয়দানে মানবিক ও দায়িত্বশীল নীতির জন্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এবং ২০১৮ স্পেশাল ডিস্টিংকশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট’ পাওয়ায় প্রধানমন্ত্রীকে গণভবনে সংবর্ধনা দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫’ এ বঙ্গবন্ধুকে হত্যার পর পিছিয়ে যাওয়া বাংলাদেশের সম্মান আজ ফিরে পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মনে রাখতে হবে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আত্মতুষ্টিতে থাকা যাবে না। আত্মতুষ্টি মানেই পতন। প্রতিপক্ষকে শক্তিশালী ভেবে নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।