ভোলার মনপুরায় ইমামের ঘরে আগুন লেগে বসতঘরসহ দেড় বছরের শিশু কন্যা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে শিশুটি মারা যাওয়ায় এলাকাসহ পরিবারে শোকের ছায়া নেমে আসে। রোববার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে রহুল আমিন মৌলভীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি হলেন, জংলার খাল জামে মসজিদের ইমাম ও নুরানী মাদ্রাসার শিক্ষক মাও. মো: মিজানুর রহমানের দেড় বছরের শিশু কন্যা মাইমুনা।
জানা যায়, রোববার বিকাল সাড়ে ৫ টায় মাও. মিজানুর রহমানের স্ত্রী রান্না ঘরে ভাত চুলার উপর দিয়ে পাশের জমিতে শাক তুলতে যায়। এই সময় রান্না ঘরের চুলা থেকে আগুন বসতঘরে লেগে যায়। পরে ইমামের স্ত্রী ডাক-চিৎকার শুরু করলে এলকাবাসী আসার পূর্বেই সম্পূর্ন বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এই সময় বসতঘরে থাকা দেড় বছরের শিশু কণ্যা মাইমুনা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞাঁ ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞাঁ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুটির পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্থ্য পরিবারকে পরে ৩ বান টিন ও ৬ হাজার টাকা দেওয়া হবে।