অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের কিশোরীরা। লাল-সবুজদের হয়ে গোল পেয়েছেন হ্যাটট্রিক সহ একাই সাত গোল দিয়েছেন স্বপ্না, চার গোল করে মার্জিয়া, দুটি করে শিউলি আজিম ও মিশারাত জাহান। একটি করে শ্রীমতি কৃষ্ণারানী সরকার, তহুরা খাতুন ও আঁখি খাতুনের।
পুরো ম্যাচে ২৫ বার গোলবার বরাবর শট নেয় বাংলাদেশের ফুটবলাররা এর মধ্যে ১৭টিকেই টার্গেটে পৌঁছাতে সক্ষম হয়। আজ রোববার চাংলিমিথান স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় শুরু হয় বাংলাদেশ ও পাকিস্তানের এই ম্যাচ। এমনিতেই মহিলা ফুটবলে তেমন ভালো ছিল না পাকিস্তান। এর সঙ্গে ফিফার তিন বছরের নিষেধাজ্ঞা যোগ হওয়ায় আরও পিছিয়েছে তাদের নারী ফুটবলের মান। গত মাসেই এই ভুটানের মাটিতে অনূর্ধ্ব-১৫ মহিলা সাফে তারা গ্রুপের দুই ম্যাচের প্রতিটিতে হেরেছিল। বাংলাদেশ তাদের উড়িয়ে দিয়েছিল ১৪-০ গোলে। এরপর নেপালের কাছে ৪ গোলের হার। সেই বাংলাদেশ দলের ১৩ ফুটবলার আছেন এবারের অনূর্ধ্ব-১৮ দলে। সঙ্গে যোগ হয়েছেন গত বছর এএফসি অনূর্ধ্ব-১৬ আসরের চূড়ান্ত পর্বে খেলা ১০ খেলোয়াড়।