রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বিএনপির জনসভা শেষে ফেরার পথে মহানগরীর বিভিন্ন রাস্তা থেকে প্রায় আড়াই শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা শেষে এক বিবৃতিতে ফখরুল এ তথ্য জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানকে গ্রেপ্তার করা হলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে তিনি ডিবি কার্যালয়ে আছেন অথচ এখনও তাকে গ্রেপ্তারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে।’

বিবৃতিতে বলা হয়, ‘২০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন, ওয়ারী থানা বিএনপি নেতা লিঠু, নিউমার্কেট থানা বিএনপি নেতা জসিম, আলমগীর, মোয়াজ্জেম, নওগাঁ জেলাধীন বদলগাছী থানা যুবদল নেতা জহিরুল ইসলাম, পাবনা জেলাধীন সাথিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুর রহমান, টাঙ্গাইল জেলা বিএনপি নেতা মনি পাহিনী, হৃদয়, সম্রাট পাহিনীসহ ১০ জন, নোয়াখালী সূবর্ণচর বিএনপি নেতা ও ঢাকাস্থ সূর্বণচর জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এম এ কালাম, ঢাকা মহানগর দক্ষিণ জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান লিটু, নাঙ্গলকোট থানা ছাত্রদলের সদস্য আহসান মজুমদার নিশাত, যুবদল নেতা ইসমাইল মজুমদার, মো. শিহাব খন্দকার, বটতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী, সহসভাপতি মনছুর আহম্মদ ভুঁঞা, জোড্ডা ইউনিয়ন যুবদল নেতা মো. ছাদেক, ছাত্রদল নেতা মো. ওমর ফারুক খোকন, বটতলী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন সুমনসহ প্রায় আড়াই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার এবং দেশের বিভিন্ন জেলা থেকে জনসভাস্থলে আসতে ঢাকার বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নেতাকর্মীদেরকে বাধাদানের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নি:শর্ত মুক্তির জোর দাবি করছি।’

ফখরুল বলেন, ‘রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বিশাল জনসভা শেষে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় মহানগরীর বিভিন্ন রাস্তা থেকে প্রায় আড়াই শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের এসব নেতাকর্মীদের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এ ছাড়া রাজধানীর আশপাশের জেলাগুলো থেকে জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদেরকে প্রচণ্ডভাবে বাধা প্রদান করেছে পুলিশ।’