প্রিয়তমা,
হয়ত কখনো আমায় জিজ্ঞেস করে বসবে-
তুমি কি আমায় ভালোবাস?
হয়ত বলবে-
তুমি নাকি কবি?আমাকে নিয়ে কি লিখেছ?
অথচ প্রত্যেক কবি নাকি আমাদের জন্য কবি হয়,
আমাদের নিয়ে কবিতা লিখে বিখ্যাত হয় বিশ্বে।
আর তুমি?
সত্যিই তুমি আমাকে ভালোবাসনা।
নইলে তুমি কখনোই এমন হতেনা।
আমি তখন মৃদু স্বরে বলব –
আমি তো তোমার প্রতি আমার প্রেম উৎসর্গ করেছি
সকল আর্তপীড়িত মানুষের জন্য,
নিপীড়িত সমাজের পাশে দাঁড়াতে
শুধু একটি জীব থেকে বেরিয়ে এসে
সকল জীবে ছড়িয়ে দিতে আমার প্রেম কাব্য |
এর চেয়েও বেশি ভালোবাসা কি কোথাও পাবে?
লেখক ঃ মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস
শিক্ষার্থী,দর্শন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় .
আবাসিক শিক্ষার্থী ,স্যার এ.এফ.রহমান হল,ঢাবি.