ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গনি (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকালে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওসমান গনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের লাশ আগামীকাল রোববার বেলা ১১টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে দেশে আনা হবে। ওসমান গনির মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)মেয়র মোহাম্মদ সাঈদ খোকন শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় তিনি ওসমান গনির মৃত্যুতে তাঁর মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পানেলভুক্ত মেয়র মো. জামাল মোস্তফা গভীর শোক প্রকাশ করে বলেন, ওসমান গনি ছিলেন একজন সৎ ও সহজ-সরল রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন একজন অভিভাবক হারাল।