সালমান শাহ্ঃ ভালোবাসা অবিরাম

সালমান শাহ্…
কোথাও এ নামটি উচ্চারিত হলে,
দীর্ঘশ্বাস ছেড়ে, মন বলে-
আহ্!!!

রূপালী আলোর জগৎ তোমার আগমনে-
আলোকিত হয়েছিলো যেন আকাশের লুব্দক।
ছড়িয়ে পড়েছিলো কোটি কোটি প্রাণে-
সেই অবারিত আলোর ঝলক।

দেশ, দেশান্তরে-
অন্তরে অন্তরে উঠেছিলো ঝড়,
অভিনয় প্রতিভায় তোমার, মুগ্ধ হয়ে সবাই-
বলেছিলো, তোমার অভিনয় অবিনশ্বর।

হঠাৎ, তোমার অনাকাঙ্ক্ষিত চলে যাওয়া-
ভক্তদের কলিজা ছিঁড়ে যাওয়ার মতো!
রূপালি জগতের আনন্দ অশ্রু হলো-
বেদনার অশ্রুতে পরিনত।

তবুও আকাশ আছে, আছে নীল জোছনা ধারা!
জ্বলে মিটিমিটি বহু নক্ষত্র, তারা-
এগুলো থেকে বেছে বেছে উজ্জ্বল একটির নাম-
রেখেছি- “সালমান শাহ্ঃ ভালোবাসা অবিরাম।”