নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৯ শ’ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা সদরের লোহাচুড়িয়া গ্রামে বুধবার রাতে অভিযান চালিয়ে ওই গ্রামের সাদেক আলীর বাড়ী তল্লাশী করে তার জামায় আসিফ উল ইসলাম পলক (২৮) কে গ্রেফতার করে। এসময় তার বিছানার বালিশের নিচ থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এঘটনায় বুধবার পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে রাণীনগর থানাপুলিশে হস্তান্তর করা হয়। রাণীনগর থানাপুলিশ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করে। আসিফ উল ইসলাম পলক রাণীনগর উপজেলার বরবরিয়া গ্রামের আক্তারুল ইসলাম বাবলুর ছেলে। এছাড়া ওই রাতেই গোয়েন্দা পুলিশ রাণীনগর থেকে ফেরার পথে জেলা সদরের চকবুলাকী এলাকা থেকে ৯ শ’ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম হেরোইনসহ তিন জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের ছাহের আলীর ছেলে শ্যামল (৩০), একই গ্রামের নেকার আলীর ছেলে নিশান (২৭) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা এলাকার এনামুল হকের ছেলে বাবর আলী (৫৫)।