বঙ্গোপসাগর ভয়াল হয়ে উঠেছে। উত্তাল ঢেউয়ের তোড়ে মাঝিসহ ১৬ জেলে নিয়ে ডুবে গেছে একটি মাছ ধরার ট্রলার। আলীপুর বন্দর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি ও লতাচাপলীর ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, বুধবার রাতে তাঁর মালিকানাধীন এফবি মার্জিয়া আক্তার রীমা ট্রলারটি গভীর সাগরবক্ষে ডুবে গেছে।

অপর একটি ট্রলার মাঝি-মাল্লাদের উদ্ধার করেছে। কিন্তু ট্রলার-জালসহ কোন কিছুই উদ্ধার করা যায়নি। প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতির শঙ্কা করছেন আনছার মোল্লা। বুধবার সন্ধ্যা থেকে সাগর হঠাৎ করে উত্তাল হয়ে ওঠায় হাজারো ট্রলার মাছ শিকার বন্ধ করে আলীপুর-মহিপুর বন্দরের শিববাড়িয়া চ্যানেলে নিরাপদ আশ্রয় নিয়েছে। তিন নম্বর সতর্ক সঙ্কেত থাকলেও ঢেউয়ের তান্ডব ভয়াল বলে জেলেদের মন্তব্য।তবে এখনও কিছু মাছ ধরার ট্রলার তীরে এসে পৌঁছাতে পারেনি। বাকি যারা রয়েছে তারা শুক্রবার সকালের মধ্যে ঘাটে এসে পৌছাবে, এমনটাই জানিয়েছেন এখানকার ট্রলার মালিকরা। জেলে মোহাম্মদ হোসেন বলেন, সাগর এতো উত্তাল যে ট্রলারে কেউ ঠিকমতো বসে থাকতে পারি নাই। এমনকি অনেকেই বমি করে অসুস্থ হয়ে পড়েছে। জেলেরা জানায়, বরফ, তেল ও দৈনন্দিন বাজার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলেও বৈরী আবহাওয়ার কারণে ফিরে আসতে হয়েছে। ফলে বড় ধরনের লোকসানের শঙ্কায় পড়েছেন তারা।