ভোলায় গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে আসা এম ভি ফারহান ১ লঞ্চ রাত তিনটার সময় দৌলতখান লঞ্চ ঘাটে যাত্রি নামিয়ে দিয়ে পল্টুনের সাথে ব্লাকের এর উপর উঠিয়ে দিয়ে বেধে রাখে। আজ সকাল ১০ টার সময় লঞ্চটি কাত হয়ে যায়। নদীর মধ্যে ঝুকি পুর্ন অবস্থায় দেখে স্থানীয় জসিম রানা নামে এক বাসিন্দা কতৃপক্ষ কে জানান। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়ার সার্ভিসকে জানিয়ে তাৎক্ষনিক ঘটনা স্থল পরিদর্শন করে দ্রুত লঞ্চ টি ঝুকিপূর্ন অবস্থা থেকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস কর্মকর্তাদেরকে নির্দেশ দেন।

এব্যাপারে স্থানীয়রা জানান, মাষ্টারের অবহেলার কারনে এ দুর্ঘটন ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এতে পল্টুনের ও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তারা। এ বিষয় ফারহান ১ মাষ্টার শাহে আলমের সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলবেন না। ফায়ার সার্ভিস কর্মকর্তা ডি এ ডি জাকির জানান, আমাদেরকে সকাল ১০ টার সময় দৌলতখান থানা থেকে জানালে আমরা দ্রুত ঘটনার স্থলে আসি। এবং আমাদের দুইটি পাম্প মিশিন দিয়ে লঞ্চের মধ্য থেকে পানি সরানোর ব্যবস্থা গ্রহণ করি এখন আরো বেশি পানি তে ডুবে আছে লঞ্চটি তাই কাজে ব্যর্থ হয়ে আমারা চলে যাচ্ছি বর্তমানে লঞ্চটি ডুবে যাওয়ার আশংকা রয়েছে। এবং বিকেলের মধ্যে লঞ্চটি পুরো ডুবে যায়।

ফয়সল বিন ইসলাম নয়ন, ভোলা প্রতিনিধি