কুমিল্লায় শ্যামলী পরিবহনের দুটি বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন; এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শনিবার ভোরের দিকে রায়পুর ও জিংলাতলিতে হতাহতের এসব ঘটনা ঘটে।দুর্ঘটনায় পড়া দুটি বাসই উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম যাচ্ছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় বলতে পারেনি।ওসি আজাদ বলেন, রংপুর থেকে ছেড়ে আসা বাসটি দাউদকান্দির রায়পুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে। এর ৮-১০ মিনিটের মধ্যে দিনাজপুর থেকে ছেড়ে আসা বাসটি রায়পুরের পাশে জিংলাতলিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বাসের দুই যাত্রী মারা যান।আহতদের গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান। পুলিশ দুর্ঘটনায় পড়া বাস দুটি উদ্ধার করেছে।