নাটোরের বড়াইগ্রাম উপজেলার সীমানা সংলগ্ন লালপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। আজ শনিবার বিকেল ৪টার দিকে লালপুরের নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলানে এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত ১৩ জনই লেগুনার যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পাবনা থেকে রাজশাহীগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বনপাড়া থেকে ঈশ্বরদীগামী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ ১৩ জন নিহত হয়।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এতে বাসের ২০ যাত্রী আহত হয়। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখার সময় উদ্ধার কাজ চলছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে নিহতের অধিকাংশই নাটোর ও পাবনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসূন নূর বলেন, উদ্ধার কাজ চলছে। বিস্তারিত রিপোর্ট পেতে অপেক্ষা করতে হবে।