অনুনয়ী/আমেনা ফাহিম
সেদিন মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছিলাম
প্রানের অহমিকা করা মূর্খতা
জীবনের কোনো ঐশ্বর্য নেই
তবুও মৃত্যুতে কেন এত ভয়?
আবার যখন তুমি, সামনে এসে দাড়াবে
বৃষ্টি হয়ে ঝরবে,আমার আকাশে যতো ছিলো মেঘ
ভুল করে হলেও,ভুলে যাব চৈত্রের সেই দিনগুলি।।।
আবার যখন তুমি, ভেজা চুলে বইয়ে দিবে
তোমার গরম শ্বাস,আমি ভুলে যাবো পাজরের
কোনে জমা ছিলো এক সমুদ্র দীর্ঘশ্বাস।।।।।
আবার যখন আমি স্বপ্নঘোরে ভয়ার্ত কন্ঠে
চিৎকার করে উঠব,তুমি আতকে উঠে খুব শক্ত
করে ঝাপটে নিবে বুকের মাঝে,আমি ভুলে যাবো
আমার প্রত্যেকটি দুঃস্বপ্নের রাত।।।।।।
আবার যখন দুজনে মেঘের বুকে উড়াব
ইচ্ছে পাখির দল,ডিঙি নাঁয়ে দুলব শালুক ঝিলে,
রাত্রির বুকে ছড়িয়ে দিবো জোনাকির আলো,
আমি ভুলে যাবো মৃত্যু এসেছিলো দ্বারে।।।।।