প্রাচীন বাংলার রাজধানী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত মহাস্থানগড়। প্রাচীন বাংলার রাজধানী হলেও বর্তমানকালে ইউনিয়ন পরিষদের মর্যাদাও ধরে রাখতে পারেনি এই দর্শনীয় স্থানটি। মহাস্থানগড় এর কোলঘেঁশে অবস্থিত মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজটি অবহেলার আর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী ঘোষিত ২৮৩ টি কলেজ জাতীয়করণ হলেও মহাস্থান কলেজটি বাদ পড়েছে শুধুমাত্র উপজেলার কেন্দ্রবিন্দুতে অবস্থিত না হওয়ার অজুহাতে। অথচ কলেজটির জাতীয়করণের যোগ্যতার কোন ঘাটতি ছিল না। কলেজটি বগুড়া জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীর সংখ্যা ৭৫০+ পাশের হার সন্তোষজনক। কলেজটিতে ডিগ্রির পাশাপাশি ১৩ টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে।
করতোয়া নদীর অদুরে ঢাকা রংপুর মহাসড়ক এবং বগুড়া শিবগঞ্জ সংযোগ সড়কের মাঝামাঝি এক অনন্য যোগাযোগব্যবস্থার অন্তর্গত কলেজটি। বগুড়া মুল শহর থেকে এর দুরত্ব মাত্র ৭ কিলোমিটার। অবকাঠামোর দিক দিয়েও কলেজটির কোন ঘাটতি নেই। কলেজের অধ্যক্ষ জনাব আবু খায়ের শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখার কারনে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার এবং সম্মান অর্জন করেছেন। এতকিছু থাকার পরেও যে কলেজটি প্রাচীন বাংলার রাজধানীতে অবস্থিত তা বর্তমানে শুধুমাত্র উপজেলার কেন্দ্রবিন্দুতে অবস্থিত না হওয়ার কারনে জাতীয়করণ না হওয়া অত্যন্ত দুঃখজনক এবং অবিবেচনাপ্রসূত। এবিষয় এ মাননীয়া প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মোঃ শিহাব উদ্দিন, প্রভাষক প্রাণিবিদ্যা বিভাগ
মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ, শিবগঞ্জ, বগুড়া।