ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে শনিবার রাতে হামলার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। রবিবার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক শনিবার ঢাকার মোহাম্মাদপুর এলাকায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। অবশ্য রাষ্ট্রদূত ও তার নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ হামলায় রাষ্ট্রদূত, তার গাড়িচালক ও নিরাপত্তা স্টাফদের কোনও ক্ষতি না হলেও রাষ্ট্রদূতের গাড়ির কিছুটা ক্ষতি সাধিত হয়েছে।
এ হামলার ঘটনার সময় রাষ্ট্রদূতকে নিরাপত্তা দিতে পেশাগত দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।উল্লেখ্য, ঢাকা দূতাবাসে দায়িত্ব পালনের মেয়াদ শেষের দিকে হওয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে শনিবার রাতে বিদায়ী নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। সে আমন্ত্রণ রক্ষা করতে মোহাম্মদপুরে বদিউল আলমের বাসায় যাওয়ার পথে দুষ্কৃতকারীরা এ হামলা চালায়। এসময় বদিউল আলমের বাসাতেও হামলাকারীরা প্রবেশ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, রবিবার পৃথক এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরু ল ইসলাম আলমগীর দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের গাড়ি ও সুজন সম্পাদকের বাসায় হামলাকারীরা আওয়ামী সন্ত্রাসী। তবে এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।মার্শা বার্নিকাটমার্শা বার্নিকাটঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে বহনকারী একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় রাষ্ট্রদূত, তাঁর গাড়িচালক ও নিরাপত্তা কর্মীদের কোনো ক্ষতি হয়নি।বিবৃতিতে বলা হয়, গতকাল শনিবার ঢাকার মোহাম্মদপুর এলাকায় মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক রাষ্ট্রদূতকে বহনকারী দূতাবাসের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। রাষ্ট্রদূত ও তাঁর নিরাপত্তায় নিয়োজিত দল অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন।ওই বিবৃতিতে আরও বলা হয়, হামলায় রাষ্ট্রদূত, তাঁর গাড়িচালক ও নিরাপত্তা কর্মীদের কোনো ক্ষতি হয়নি। তবে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুটি গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে।এই ঘটনায় দ্রুত সাড়া প্রদান এবং পেশাগত দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।