সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে নাজেহাল করে অস্ত্র দেখিয়েছেন এক যুবদল নেতা। আজ সোমবার সকাল ১১টার দিকে নগরীর ৫নং ওয়ার্ডের খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, খাসদবির কেন্দ্র পরিদর্শনে যাওয়ার পর বদর উদ্দিন আহমদ কামরানকে নাজেহাল করেন যুবদল নেতা শাহেদ আহমদ চমন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘খাসদবির পরিদর্শন করার সময় কেন্দ্রের বাইরে থাকা যুবদল নেতা শাহেদ আহমদ চমন আমার সঙ্গে তর্ক শুরু করেন। একপর্যায়ে চমন আমাকে ধাক্কাও দেন।’ এ সময় চমন তাকে অস্ত্রও প্রদর্শন করেন বলে জানান আওয়ামী লীগের এ মেয়র প্রার্থী। পরে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। এরপর সেখানে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করেন দুপক্ষের লোকজন।