সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর ১৮নং ওয়ার্ডের কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে রয়েছে।